পটুয়াখালীকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বরিশাল। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বরিশাল।


মো.রফিকুল ইসলাম:পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, খেলাধুলার প্রতি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রবল আগ্রহ ছিল। তার জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালেরও ফুটবল খেলায় খুব আগ্রহ ছিল এবং তিনি খেলাধুলা করতেন। তার সময়েই জনপ্রিয় ফুটবল ক্লাব আবাহনী লিমিটেড প্রতিষ্ঠিত হয়।রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহীদ আব্দুর রব সেরনিয়াত আউটার স্টেডিয়ামে বিভগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব(১৭)বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালিকা) ২০১৯ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানান উদ্যোগ হাতে নিয়েছেন এবং বাস্তবায়ন করছেন। বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে এ ফুটবল টুর্নামেন্ট তৃণমূলে খেলাধুলার চর্চা যেমন বাড়াচ্ছে,তেমনি জাতীয় পর্যায়ে ভালো মানের খেলোয়ার তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন,ফটুবল খেলা একসময় দেশের মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিল।কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা ঝিমিয়ে যায়।আর এ টুর্নামেন্টের মাধ্যমে তা আবারো জনপ্রিয়তায় চলে আসতে শুরু করেছে,যা তরুণদের আগ্রহই বলে দেয়।

প্রতিমন্ত্রী বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন।যা গড়ার লক্ষ্যে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।দেখা যাচ্ছে তরুণ সমাজের অনেকাংশ মাদকাসক্ত হয়ে পড়ছে।মাদক একটা জাতির জন্য খুবই ক্ষতিকর। তবে যারা আজ খেলাধুলা করছে, তারা কিন্তু এসব থেকে দূরে থাকছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। সমৃদ্ধশালী দেশ হতে হলে সুস্থ-সবল ও মেধাবী জাতি দরকার। আর সুস্থ-সবল ও মেধাবী জাতি গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। তাই তরুণদের কাছে একটাই আশা, সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য তোমাদের ভূমিকা রাখতে হবে।অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূইয়া।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব (১৭) বালক এর ফাইনাল খেলা বরিশাল ও পটুয়াখালী জেলার মধ্যে অনুষ্ঠিত হয়।খেলায় পটুয়াখালীকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বরিশাল।অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ (বালিকা) ২০১৯ প্রতিযোগিতার ফাইনাল বরগুনা ও ঝালকাঠি জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি নির্ধারিত সময় শেষে ট্রাইব্রেকারে গিয়ে গড়ায়। যেখানে ঝালকাঠিকে হারিয়ে বরগুনা শিরোপা জিতে নেয়।

Top