গরিব,দুস্থ ও অসহায় নাগরিকদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সিদ্ধান্ত - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গরিব,দুস্থ ও অসহায় নাগরিকদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সিদ্ধান্ত


পাখি আক্তার:আমরাই গড়বো আগামীর বরিশাল”প্রতিপাদ্যকে ধারণ করে নাগরিক জীবনের মানোন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।গ্রহণ করছেন নানা মহতী উদ্যোগ।ইতিমধ্যে নগরীর সিনিয়র সিটিজেনদের মাঝে ভাতা প্রদান করেছেন যা প্রশংসিত হয়েছে সর্বমহলে।গরিব,দুস্থ ও অসহায় নাগরিকদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন,স্পিড ব্রেকার এবং মার্কিং স্থাপন করেছেন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে।

এরই ধারাবাহিকতায় এবার নগরীর সিনিয়র ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য বিশেষ সেবা প্রদানের চালুর উদ্যোগ গ্রহণ করেছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এই কার্যক্রমের আওতায় এসকল নাগরিকরা কর্পোরেশনের সকল সুবিধা গ্রহণ করতে পারবেন সহজেই।আগামীকাল সোমবার বেলা ১১ টায় নগর ভবনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মেয়র সাদিক। ২০০২ সালের ২৫ জুলাই বরিশাল নগরী সিটি কর্পোরেশনে রূপান্তরের পর প্রথমবারের মতো গৃহীত এই পদক্ষেপ অনেকটাই নিশ্চিত করবে নগরবাসীর জীবনমান। বিসিসি সূত্রে জানা গেছে, মেয়রের নিজ উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে গতিশীলতা আনতে নগর ভবনের নীচ তলায় চালু করা হবে হেল্প ডেস্ক।

এই হেল্প ডেস্কের মাধ্যমেই নগরীর সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকরা কর্পোরেশনের সকল সুবিধা গ্রহণ করতে পারবেন। তাৎক্ষণিক অবহিতকরণের মাধ্যমে চাহিদা অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে সব ধরনের নাগরিক সুযোগপ্রাপ্ত হবেন এসকল নাগরিকরা।এ বিষয়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি এমএম আমজাদ হোসাইন বলেন, বরিশাল নগরী সিটি কর্পোরেশনে রূপান্তরের প্রায় দুই দশক পর এই প্রথমবারের মতো মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য বিশেষ এ সেবা চালুর উদ্যোগ গ্রহণ করলেন।

এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। নাগরিক জীবন মানোন্নয়নে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র এ ধরনের চিন্তাধারা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Top