প্লাকার্ড এবং চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মো.রফিকুল ইসলাম:গ্লোবাল ক্লাইমেট উইক এর কার্যক্রম এর অংশ হিসেবে টার্মাইট সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের এর আয়োজনে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্লাকার্ড এবং চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং গ্রুপের অংশ হিসেবে আজ সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এক ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর আয়োজন করে টার্মাইট সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয়।
প্লাকার্ড এবং চিত্র প্রদর্শনী অনুষ্টানের সূচনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সুব্রত কুমার , শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান আবু জাফর মিয়া, ইউনিসেফ কর্মকর্তা জলিল আহমেদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী। উক্ত প্লাকার্ড এবং চিত্র প্রদর্শনীতে সম্পূর্ণ প্লাষ্টিক ফ্রি পাট এবং বাঁশের নানাবিধ ব্যবহার ছিলো দর্শনীয়। এই প্রদর্শনীতে পরিবেশ সম্পর্কে সচেতনতা মূলক নানা চিত্রকল্প প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে জলবায়ু পরিবর্তন রোধে একাত্মতা প্রকাশ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল চিফ দিপু হাফিজুর রহমান। টার্মাইট এর সভাপতি আরিফ জোবায়েদ এর উপস্থিতি তে দুপুর ১ টায় প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হয়।