২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি নিরুপনের দাবি
মো.মুরাদ হোসেন: বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১০ টি ব্যবসাপ্রতিষ্ঠান।এতে কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি দাবি করেছেন ব্যবসায়িরা।মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদ সম্মুখ ফকিরের হাট বাজারে এই অগ্নিকান্ড সংঘটিত হয়।স্থানীয়রা জানিয়েছে- ভোর রাতে আকস্মিক বাজারের নজরুল ইসলামের মুদি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই সেই আগুন পার্শ্ববর্তী লোকমান, হাবিব, জসিম এবং জাহাঙ্গীরের মুদি দোকানে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক লক্ষ্য করে স্থানীয়রা বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীদের খবর দেয়।কিন্তু সেখান থেকে অগ্নিনিবাপক কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগে আগুন আরও বাজারের আরও বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. ফারুক হোসেন শিকদারের নেতৃত্বে চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু এর আগেই ১০ টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে নিতে গিয়ে আরও তিনটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এই অগ্নিকান্ডে ফায়ার সার্ভিস ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি নিরুপনের দাবি করলেও ব্যবসায়িরা এমনটা মানতে নারাজ।বরং ব্যবসায়িদের দাবি প্রতিটি প্রতিষ্ঠানে ১০ লাখ টাকার ওপরে মালামাল ছিল।সেক্ষেত্রে ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে।
এদিকে এই ভয়াবহ অগ্নিকান্ডের খবরটি সদর আসনের সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে অবহিত করা হলে তিনি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আ’লীগ নেতা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধুকে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করার নির্দেশ দেন। এবং আগামী সপ্তাহে প্রতিমন্ত্রী বরিশালে আসলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।ঘটনাস্থল পরিদর্শন শেষে ভাইস চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন-ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পলাশ মৃধা,রতন মোল্লা এবং সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. আসিফ মাহামুদ হিমুসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা।