১০ পিস ইয়াবাসহ ফায়ার ম্যানকে আটক করেছে পুলিশ।
পাখি আক্তার:বানারীপাড়ায় ১০ পিস ইয়াবাসহ ফায়ার সার্ভিস আ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ম্যান বজলুর রহমানকে আটক করেছে পুলিশ।রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া ফায়ার সার্ভিস অফিস থেকে এস আই আসাদুজ্জামান, এএস আই জাহিদুল ইসলাম ও কিবরিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খলিলুর রহমান জানান, এ ব্যপারে তার বিরুদ্ধে এস আই অসাদুজ্জামান বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। সোমবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।