শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’শীর্ষক শিক্ষার্থীদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’শীর্ষক শিক্ষার্থীদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা


পাখি আক্তার:বানারীপাড়ায় চাখার ফজলুল হক ইনস্টিটিউশনে‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’শীর্ষক শিক্ষার্থীদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধকালীণ বানারীপাড়া থানা ফিল্ড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী হায়দার আলী বঙ্গবন্ধু ও ৭১’র মহান মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

চাখার ফজলুল হক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জিয়াউল হাসানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক গোলাম মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চাখার ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুলতান হোসেন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গনি শিকদার, শাশের আলী, আ. শহিদ সরদার, মতিয়ার রহমান, হাবিবুর রহমান, আ. রশিদ বেপারী, আ. আজিজ হাওলাদার, সুলতান হোসেন হাওলাদার, শাহেবালী হাওলাদার, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, ট্রেড ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার জহিরুল আমীন জুয়েল প্রমুখ।

Top