৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক


পাখি আক্তার:বরিশালের হিজলায় অভিযান চালিয়ে মাদক সম্রাট আমিনুল ইসলাম (৪৫) কে ৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।আমিনুল ইসলাম একই উপজেলার চর দুর্গাপুর গ্রামের মৃত রহমত আলী’র ছেলে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে হিজলা উপজেলার কাউরিয়া বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার এস আই সিদ্দিকুর রহমান, এ এস আই আমিনুল ও এ এস আই নাসিরের নেতৃত্বে একটি পুলিশ দল ৬শত পিস ইয়াবা ও নগদ ২২ হাজার টাকাসহ মাদক সম্রাট আমিনুল ইসলামকে আটক করেছে।

সূত্র জানায়, আমিনুল সেনাবাহিনীতে চাকুরী অবস্থায় মাদকের সাথে সম্পৃক্ত থাকায় তাকে চাকরিচ্যুৎ করা হয়েছে। চাকরিচ্যুৎ হওয়ার পর থেকে আমিনুল মাদক ব্যবসা করে আসছে। ঢাকায় কয়েক বার ইয়াবাসহ আটক হয়েছে। হিজলা থানায়ও রয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা। আমিনুল ইসলাম বরিশাল জেলার মাদক চালান কারীর অন্যতম সম্রাট।হিজলা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।রোববার মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Top