শিক্ষার্থীদের নিজেদেরকে ফুলের মতো করে গড়ে তুলতে হবে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের নিজেদেরকে ফুলের মতো করে গড়ে তুলতে হবে


পাখি আক্তার:বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম বলেছেন, শিক্ষার্থীদের নিজেদেরকে ফুলের মতো করে গড়ে তুলতে হবে আর সেই ফুলের সৌরভ ছড়িয়ে দিতে হবে দেশ থেকে দেশান্তরে।
শনিবার সকাল ১০টায় উজিরপুরে গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠান ও দু’টি বহুতল একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন একটি দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষিত জাতিই পারে দেশকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে।

কলেজ মিলনায়তনে গর্ভনিং বডির সভাপতি ডা. মোঃ ইসতিয়াক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সরকারের পাবলিক সার্ভিস কমিশনের সচিব ও.এন সিদ্দিকা খানম। বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক,বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ড. মোঃ লিয়াকত হোসেন, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন,বরিশাল জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আওরঙ্গজেব হাওলাদার প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কলেজ অধ্যক্ষ এসএম তাইজুল ইসলাম। নবীনবরণ অনুষ্ঠানের শুরুতে কলেজ ক্যাম্পাসে দু’টি নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি শাহে আলম।

এসময় তিনি বলেন, কলেজটি কে প্রতিষ্ঠা করেছেন সেটা বিষয় নয়, এ কলেজটি এ অঞ্চলে ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়েদিয়ে সুক্ষিত নতুন প্রজন্ম তৈরী করছে তাই কলেজটির উন্নয়নে সার্বিক সহায়তা করা হবে।প্রসঙ্গত, কলেজটি প্রতিষ্ঠা করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী এস শরফুদ্দিন আহম্মেদ সান্টু। ওই নির্বাচনে তিনি বর্তমান সংসদ সদস্য শাহে আলমের প্রতিদ্বন্ধী ছিলেন।এদিকে রাজনৈতিক কারনে উন্নয়ন বঞ্চিত এ কলেজটিতে দু’টি বহুতল ভবন নির্মাণ ও কলেজের সার্বিক উন্নয়নের দায়িত্ব নিয়ে উদারতার’ অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করায় সাংসদ শাহে আলমে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাসচেতন মহল।

Top