ফুটবল টুর্নামেন্টর ফাইনালে উঠেছে বরিশাল সিটি কর্পোরেশন একাদশ।
পাখি আক্তার:বরিশাল জেলা পর্যায়ে চলমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালক অনুর্ধ-১৭) ফুটবল টুর্নামেন্টর ফাইনালে উঠেছে বরিশাল সিটি কর্পোরেশন একাদশ।শনিবার বেলা সাড়ে তিনটায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে খেলায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলা বরিশাল সিটি কর্পোরেশন একাদশ ৪-০ গোলে মেহেন্দিগঞ্জ উপজেলাকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলা শুরুর প্রথম থেকেই একের পর এক আক্রমন করে প্রতিপক্ষকে দারুন চাপে রাখে বরিশাল সিটি কর্পোরেশন একাদশ। তবে প্রথমার্ধের খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলায় আরো বেশী আক্রমনাত্মক হয়ে উঠে খেলতে থাকে বরিশাল সিটি কর্পোরেশন একাদশ। তাদের আক্রমনের ফলে একপর্যায়ে নাস্তানুবুদ হয়ে পড়া মেহেন্দিগঞ্জ একাদশের খেলোয়াররা এলোমেলো হয়ে পড়ে। আক্রমনের পর আক্রমন শানিয়ে বরিশাল সিটি কর্পোরেশন একাদশের খেলোয়াররা গোল উৎসবে মেতে উঠে। দলের পক্ষে শংকর দুইটি এবং জাহিদ ও রাব্বী একটি করে গোল করে জয়ের পাল্লা ভারী করে। আজ বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠেয় ফাইনালে প্রতিপক্ষ গৌরনদী একাদশের মোকাবেলা করবে বরিশাল সিটি কর্পোরেশন একাদশ। এদিকে প্রথমবারের মতো জেলা পর্যায়ের কোন টুনামেন্টে অংশগ্রহন করেই ফাইনালে উঠার গৌরব অর্জন করায় বরিশাল সিটি কর্পোরেশন একাদশের সকল খেলোয়ারদের কর্পোরেশনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।