বরিশালে শিক্ষা দিবস উপলক্ষে সার্বজনীন শিক্ষা ব্যবস্থার দাবীতে মানববন্ধন
পাখি আক্তার:বরিশালে শিক্ষা দিবস উপলক্ষে সার্বজনীন শিক্ষা ব্যবস্থার দাবীতে মানববন্ধন,সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখা।আজ মঙ্গলবার (১৭ই) সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় নগরের প্রানকেন্দ্র সদররোড সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সাধারন সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে দেশে শিক্ষা বাণিজ্যকরন বন্ধ করা সহ শিক্ষার ব্যয় বৃদ্ধি রুখোর দাবী জানিয়ে বলেন বক্তরা বলেন,দেশে আজ শিক্ষা নীতি ধনীর জন্য হয়ে দাড়িয়েছে অন্যদিকে গরিবের জন্য অশিক্ষায় পরিনত হয়ে দাড়িয়েছে।এই নীতি কোন স্বাধীন দেশে চলতে পারে না। আজ আমরা মহান শিক্ষা দিবসে মানববন্ধনে যারা দারিয়েছি তারা কেহ কোটি টাকার চাঁদাবাজী করি না। আমরা চাই এদেশে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু করা হোক।
এসময় বক্তব্য রাখেন বরিশাল সমাজতান্ত্রিকদল (বাসদ) জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,নিলিমা জাহান,বিএম কলেজ ছাত্রফ্রন্ট সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন,জিসান,সাগর দাস ও টুম্পা প্রমুখ।