বরিশালে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করায় লামিয়া বেকারীকে ৭ হাজার টাকা জরিমানা
পাখি আক্তার:বরিশালে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করায় লামিয়া বেকারীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় চরকাউয়া ইউনিয়নের লামিয়া বেকারিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক সুমি রানী মিত্র।
এসময় নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করায় উক্ত বেকারিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জাকির হোসেন আজাদ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল।