বরিশাল জেলায় এক লাখ তালবীজ বপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
পাখি আক্তার:বরিশাল জেলায় এক লাখ তালবীজ বপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।শুক্রবার(১৩ সেপ্টেম্বর)দুপুর ১২টার দিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়াম মিলনায়তনে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এসময় বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।তিনি বলেন,বরিশালসহ সারাদেশে মাঝে মধ্যে বজ্রপাত হচ্ছে।এসময় প্রায়ই মানুষের মৃত্যু হচ্ছে।বজ্রপাত রোধে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়া এ গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক গুরুত্ববহন করে।তাল পুষ্টিকর ফল,তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে তালবীজ বপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি জনসাধারণকে তালবীজ বপন করার অনুরোধ জানানো হয়েছে।