বরিশালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আটক
পাখি আক্তার:বরিশালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রনি মজুমদারকে(২০)আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের রূপাতলী র্যাব-৮ এর প্রধান কার্যালয়ে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম সংবাদ সম্মেলনে জানান,র্যাব-৮ এর একটি দল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতে মাদারীপুরের ডাসার থানাধীন কাজীবাকৈ ইউনিয়নের মেদাকুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি রনিকে আটক করা হয়। রনি মাদারীপুর সদর মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও মাদারীপুর সদর থানা এলাকার বাসিন্দা হারুন মজুমদারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়,গত ৮ সেপ্টেম্বর রনি মাদারীপুর জেলার সদর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকার চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে তার নিজ বাসার সামনে থেকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি একতলা ভবনের ছাদের নিয়ে তাকে ধর্ষণ করে।এ সময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে দৌড়ে পালিয়ে যান রনি।এরপর থেকে তিনি পালাতক ছিলেন।
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পরিবার বাদী হয়ে রনির বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।