বরিশাল নগরে অভিযান চালিয়ে ৪৬০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক
রফিকুল ইসলাম:বরিশাল নগরে অভিযান চালিয়ে ৪৬০ পিস ইয়াবাসহ জামিল হাসান(৩৩)নামে এক যুবককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নগরের ভাটিখানা এলাকা থেকে তাকে আটক করা হয়। জামিল ওই এলাকার বাসিন্দা আহসান হাবিবের ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান,গোপন সংবাদে মঙ্গলবার রাতে ভাটিখানা এলাকার মীরাবাড়ী গলি থেকে ৪৬০ পিস ইয়াবাসহ জামিলকে আটক করা হয়। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।