অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে(বরখাস্থকৃত)শাস্তি ও অপসারনের দাবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে(বরখাস্থকৃত)শাস্তি ও অপসারনের দাবিতে মানববন্ধন


পাখি আক্তার:বরিশালের বানারীপাড়ায় অনিয়ম,দুর্নীতি,স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনের অভিযোগে বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে(বরখাস্থকৃত)শাস্তি ও অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সচেতন নাগরিক ফোরাম, অভিভাবক ও কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।

আজ সকাল সাড়ে ৮ টার দিকে কলেজ প্রঙ্গনে মানব বন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।মানব বন্ধন শেষে বক্তারা বলেন, মুকুল একজন স্বেচ্ছাচারি ও দুর্নীতিবাজ অধ্যক্ষ। এছাড়া তিনি নারী কেলেঙ্কারীর সাথে জড়িত। তাকে অনতি বিলম্বে কলেজ থেকে স্থায়ী ভাবে বরখাস্তা করা হোক। একটি কুচক্রি মহল তাকে যথা স্থানে রাখার পায়তারা করছে। কিন্তু আমরা সচেতন সমাজ তা হতে দিতে পারি না।

এ সময় কলেজ গভার্নিং বডির সাবেক সদস্য লতিফ হাওলাদার বলেন,মুকুল নারী কেলেঙ্কারীতে জড়িত এবং উনি কলেজে অনেক দুর্নীতি করেছেন,টাকা পয়সা নিয়েও অনেক দুর্নীতি করেছেন।আমরা তার স্থায়ী বহিস্কার চাই।উল্লেখ্য,গত শনিবার(৭ সেপ্টেম্বর) কলেজ গভর্নিং বডির সভাপতির নেতৃত্বে গভর্নিং বডির এক জরুরি সভায় অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি ৭ কার্য দিবসের মধ্যে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব চাওয়া হয়।

Top