কারাবালার প্রান্তরে হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে পবিত্র অশুরা উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কারাবালার প্রান্তরে হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে পবিত্র অশুরা উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল


সাহাদাত হোসেন রুবেল:কারাবালার প্রান্তরে হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে পবিত্র অশুরা উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল বের হয়েছে।পাকপাঞ্জাতোন পরিষদের আয়োজনে আজ মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর নতুনবাজার এলাকা থেকে এই শোক মিছিল বের হয়।

এসময় মিছিলকারীরা হায়!হোসেন,হায়!হাসান মাতম করে।র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার নতুন বাজার পোল এলাকায় গিয়ে শেষ করে।এছাড়া আশুরা উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া-মোনাজাতের আয়োজন চলছে।

Top