বানারীপাড়ায় পুলিশ-জনতার ওপেন হাউস ডে অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় পুলিশ-জনতার ওপেন হাউস ডে অনুষ্ঠিত


পাখি আক্তার:বানারীপাড়ায় পুলিশ-জনতার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার মাদ্রাসা মিলনায়তনে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আ.মন্নান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. আনোয়ার সাঈদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পুলিশ ও জনতা মিলে ইভটিজিং,মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ ও বাল্য বিয়ের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হলে দেশ থেকে এগুলো নির্মূল করা সম্ভব। এ জন্য পুলিশকে সবসময় তথ্য দিয়ে সাহায্য করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. খলিলুর রহমান,লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. ইকবাল হোসেন,আওয়ামী লীগ নেতা মো. বজলুর রহমান প্রমুখ।

এরপর বেলা সাড়ে ১১টায় সৈয়দকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে “স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম”র উদ্যোগে পুলিশ ও শিক্ষার্থীদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষক গোলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার(বাকেরগঞ্জ সার্কেল) মো. আনোয়ার সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ওসি মো.খলিলুর রহমান,লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. বজলুর রহমান প্রমুখ।

Top