বরিশাল সাউদার্ন সুইমিং ইনস্টিটিটের আয়োজনে সাঁতার প্রতিযোগিতার
বাইজিদ রানা লিটন:বরিশাল সাউদার্ন সুইমিং ইনস্টিটিটের আয়োজনে,ব্লগ-এ লুৎফর রহমান সড়ক নথুল্লাবাদ নিজস্ব ক্যাম্পাসে আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সাঁতার প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।সাউদার্ন গ্রুপের চেয়ারম্যান মাহমুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস,এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস,বরিশাল জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদ,বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান খসরু,
বিসিসি কাউন্সিলর মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, আলমগীর হোসেন উকিল,বিশিষ্ট সমাজসেবক, জাকির হোসেন সুলতান, প্রধান শিক্ষক সাউদার্ন ইনস্টিটিউট বরিশাল, যতীন দাসসহ বিভিন্ন অতিথি বৃন্দরা।এছাড়া সাউদান মেডিকেল এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী, অভিভাবক, সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।পরে জেলা প্রশাসক সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন এবং বিজয়ী মেডেল পরিয়ে দেন ।