রোহিঙ্গা সংকট: ঐতিহাসিক শেকড় সন্ধান ও সমকালীন বাস্তবতা’শীর্ষক সেমিনার
রফিকুল ইসলাম:বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)রোহিঙ্গা সংকট: ঐতিহাসিক শেকড় সন্ধান ও সমকালীন বাস্তবতা’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে ববি ইতিহাস ও সভ্যতা বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ববির ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষক ও জন-ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. মেসবাহ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সেমিনারে রোহিঙ্গা সংকট নিয়ে মৃত্তিকা কামাল নির্মিত এস্কেপ’এবং‘হোম এওয়ে ফ্রম হোম’ও উজান রহমান নির্মিত “আরসন,র্যাপ,ব্রুটাল মার্ডার’এই ডকুমেন্টারিগুলো প্রদর্শন করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক সুরাইয়া আক্তার ।