৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পাখি আক্তার:বরিশাল সদরে বৈদ্যুতিক খুঁটি সংলগ্ন মাটি কাটার অপরাধে সান ব্রিকফিল্ড নামের একটি প্রতিষ্ঠানের ম্যানেজার সুজন ফকিরের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার(০১ সেপ্টেম্বর)ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোশারেফ হোসেন জানান,বরিশাল সদর উপজেলার কর্নকাঠী গ্রামে(দপদপিয়া সেতুর দক্ষিণ পাশে)কোস্ট গার্ডের সহযোগিতায় ভাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।এ সময় কর্নকাঠী গ্রামের সরকারি স্থাপনা সংলগ্ন (৩ হাজার ভোল্ট বৈদ্যুতিক খুঁটি সংলগ্ন) মাটি কাটার অপরাধে সান ব্রিকফিল্ডের ম্যানেজার সুজন ফকিরের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।