শিশুর মৃত্যু বাবুগঞ্জে পানিতে ডুবে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিশুর মৃত্যু বাবুগঞ্জে পানিতে ডুবে


বাইজিদ রানা লিটন:বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়ায় পানিতে ডুবে ইশফা আক্তার নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (৩১ আগস্ট) দুপুরে বাবুগঞ্জের রাকুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ইশফা আক্তার বরিশাল নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা রাকিব মোল্লার সন্তান।সে বাবুগঞ্জের রাকুদিয়া এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসেছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইশফারের খালু আব্দুস সাত্তার হাওলাদার।তিনি জানান,ইশফা শুক্রবার (৩০ আগস্ট) আমাদের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে সবার অজান্তে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর বিকেল ৩টার দিকে পুকুর থেকে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Top