পটুয়াখালীতে নাটাবের উদ্যেগে কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এস এম আব্বাস:পটুয়াখালীতে নাটাবের উদ্যেগে কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় সভা গতকাল সকাল ১০টার সময় পটুয়াখালী বাংলাদেশ স্কাউট ভবন হল রুম মিলানায়তনে অনুষ্ঠিত হয়।এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী টিবি হাসপাতালের প্রাক্তন কনসালটেন্ট ডা.মো.রেজাউর রহমান। বিশেষে আলোচক পটুয়াখালী জেলার সাবেক সিভিল সাজন ডা:জগন্নাথ পাল।।সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলার নাটাবের সভাপতি মো:সুলতান মাহামুদ।
বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি(নাটাব)কতৃক আয়োজিত কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা বলেন যক্ষা আর মরন ব্যাধি নয় নিয়মিত ও পরিমিত ঔষধ সেবন করলে এই রোগ সম্পূর্ণ ভাল হয়।এক নাগারে দু সপ্তাহের বেশি কাশি যক্ষার প্রধান লক্ষন।শরীরে ওজন কমে যাওয়া,রাতে জ্বর আসা এটাও যক্ষার লক্ষন।অনুষ্ঠানটি পরিচালনা করেন নাটাবের ফিল্ড লেভেল ষ্টাফ মো: নাজিম উদ্দিন ।