খা‌লেদা জিয়া‌কে বেআইনিভা‌বে আট‌কে রাখা হ‌য়ে‌ছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খা‌লেদা জিয়া‌কে বেআইনিভা‌বে আট‌কে রাখা হ‌য়ে‌ছে।


রফিকুল ইসলাম:বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ব‌রিশাল মহানগরের সভাপ‌তি মো. ম‌জিবুর রহমান স‌রওয়ার বলেন, খা‌লেদা জিয়া‌কে বেআইনিভা‌বে আট‌কে রাখা হ‌য়ে‌ছে। জনগণ কিছু‌তেই তা মে‌নে নে‌বেনা।

‌রোববার (০১ সে‌প্টেম্বর) বেলা ১১টায় নগরের সদর রো‌ডস্থ বিএনপির দলীয় কার্যালয় চত্ব‌রে দলের ৪১তম প্র‌তিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষে আ‌য়ো‌জিত সমা‌বেশে তিনি এসব কথা ব‌লেন।মজিবুর রহমান সরওয়ার বলেন,খা‌লেদা জিয়া নি‌র্দোষ। রাজ‌নৈ‌তিক প্র‌তি‌হিংসার কারণেই তাকে আট‌কে রাখা হ‌য়ে‌ছে।

কেন্দ্রীয় যুগ্ম মহাস‌চিব ও ব‌রিশাল মহানগরের সভাপ‌তি ম‌জিবুর রহমান স‌রওয়ারের সভাপতি‌ত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- মহানগর সহ-সভাপ‌তি ম‌নিরুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক জিয়াউ‌দ্দিন সিকদার প্রমুখ।এ‌দি‌কে সমা‌বেশকে ঘিরে নগরীতে অতিরিক্ত পু‌লিশ মোতা‌য়েন ছিল।

Top