বেনাপোলে বঙ্গবন্ধু বইমেলা ও স্বল্পদৈর্ঘ্য চলচিত্রপ্রদর্শনী উদ্বোধন করলেন এমপি আফিল উদ্দিন - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে বঙ্গবন্ধু বইমেলা ও স্বল্পদৈর্ঘ্য চলচিত্রপ্রদর্শনী উদ্বোধন করলেন এমপি আফিল উদ্দিন


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরেরবেনাপোলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীরসূচনালগ্ন উপলক্ষে বেনাপোলে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোরপরিষদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বেনাপোল পৌরশাখা শার্শা এর যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী “বঙ্গবন্ধুবইমেলা ও স্বল্পদৈর্ঘ্য চলচিত্র প্রদর্শনী-১৯” এর শুভ উদ্বোধন করাহয়েছে।বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে বেনাপোল পৌরবিয়ে বাড়ী সেন্টারে বইমেলার উদ্বোধন করেন যশোর-১,শার্শাআসনের সাংসদ শেখ আফিল উদ্দিন।উদ্বোধন শেষে পৌর বিয়েবাড়ী চত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ৩ বারনির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিন।উদ্বোধনী বক্তব্যে শেখ আফিল উদ্দিন এমপি বলেন, বঙ্গবন্ধু বই মেলাও স্বল্পদৈর্ঘ্য চলচিত্র প্রদর্শনীর মাধ্যমেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচি বেনাপোলে আমরাই প্রথম সূচনাকরলাম। বঙ্গবন্ধু কী পরিমাণ বই প্রেমিক ছিল তা আমরা বঙ্গবন্ধুর“কারাগারের রোজনামচা” পড়লেই বুঝতে পারি।তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৪৮ সাল থেকে যুদ্ধ শুরু করে ভাষা আন্দোলনকরেন। জেলে বসে অনশন করেন। সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়েতিনি বঙ্গবন্ধু হয়েছেন। তাইতো ফিদেল কাস্ত্রো বলেন ‘আমিহিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি।তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষার্থীদের অনেক কিছুইজানতে হবে। যার সব কিছু ইন্টারনেটে নাই। থাকলেও নিজস্বউদ্দেশ্য বাস্তবায়ন করতে একেক জন একেকভাবে লেখেছে। তাইসেগুলোকে গুরুত্ব না দিয়ে আমাদের প্রকৃত তথ্য জানতে বইপড়তে হবে। তাদের বই পড়তে হবে যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে,অংশগ্রহণ করেছে। এই বই মেলার মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুরজন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানে প্রবেশ করেছি।বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমাদেরও বই পড়তে হবে।তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল বিশ্বের শ্রেষ্ঠভাষণ।

তিনি যুক্তি দেখিয়ে বলেন বিশ্বের অন্যান্য নেতাদের ভাষণছিল লিখিত। কিন্তু বঙ্গবন্ধুর বক্তব্য লিখিত ছিল না। বঙ্গবন্ধুর নামভাঙিয়ে যারা দুর্নীতি করে তাদের বিষয়ে সবাইকে সচেতনথাকার পরামর্শ দেন।তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা ও আঃলীগ নেতা আঃহক সাহেব,করিম চেয়ারম্যান,আঃ রউফ শরীফ,জাহিদুলবিশ্বাস,বাবলু চেয়ারম্যান,তবিবর রহমান সর্দার,ইউছুফ আলীডাক্তার,সিরাজুল ইসলাম,ফজলুর রহমান,গুম হওয়া নেতা তারিকুলইসলাম তুহিনের নাম স্বরন করেন।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বেনাপোল পৌর শাখারআহবায়ক কামরুজ্জামান তরুর সভাপতিত্বে এবং আয়োজনটিরসমন্বয়ক শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদ বেনাপোল পৌরশাখার মহাসচিব ফারুক হোসেন উজ্জ্বলের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য দেন- শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকআলহাজ্ব নুরুজ্জামান, কমান্ডার শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডমোজাফফর হোসেন ও ডেপুটি কমান্ডার নাসির উদ্দীন,যশোর জেলাআওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলোকসর্দার,যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,বেনাপোলপৌর আওয়ামীলীগেরসভাপতি আলহাজ্ব এনামুল মুকুল ,সাধারন সম্পাদক আলহাজ্বনাসির উদ্দিন,শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদেরসদস্য অহিদুজ্জামান অহিদ, কমান্ডার বেনাপোল পৌর কমান্ড শাহআলম হাওলাদার, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আ: রহিম সর্দারও সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,স্বেচ্ছাসেবক লীগেরসভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারন সম্পাদক কামাল হোসেন,বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দার,সাধারনসম্পাদক তৌহিদুর রহমান,সাবেক ছাত্রলীগনেতা আল-ইমরান,আরিফ হোসেন রুবেল, আশিকুর রহমান,কবির,আওয়াল,জুয়েল,হারুন,ওসমান গনি প্রমুখ।এ সময় বক্তারা বলেন, বই মেলা আমাদের প্রাণের মেলা কিন্তু আমাদেরকতগুলো দিক সতর্কতার সাথে দেখতে হবে। বর্তমানে উপযুক্তসম্পাদক, প্রæফ রিডারের অভাবে বইয়ের মান রক্ষা করা সম্ভব হয় না।তিনি বলেন, প্রতিবছর প্রচুর বই প্রকাশ হয় কিন্তু পাঠক সেঅনুযায়ী বই পড়ে না।

আমাদের পাঠক বান্ধব লাইব্রেরি, প্রকাশনীকরতে হবে। বঙ্গবন্ধুর আতœজীবনী নিয়ে চলচিত্র প্রর্দশনীরমাধ্যমে বাংলার জনগনের মাঝে পৌছায় দিতে হবে।তিনদিন ব্যাপি বুধবার,বৃহম্প্রতিবার,শুক্রবার অনুষ্ঠান মালায় রয়েছেবই মেলা, হাতের লেখা প্রতিযোগীতা, চিত্রাঙ্কনপ্রতিযোগীতা,চলচিত্র প্রদর্শনী সন্ধ্যা, প্রতিযোগীতাদেরমাঝে পুরস্কার ও গাছের চারা বিতরন।সবশেষে প্রয়াত জাতির জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল মুক্তিযোদ্ধা ও আঃলীগ নেতাদেরস্বরনে দোয়া ও মোনাজাত করা হয়।

Top