বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেশমা খানম(২৫)নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রেশমা খানম বরিশালের বানারীপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের মিরাজুল ইসলামের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে সুন্দরদী মহল্লার তোতামিয়ার বাসায় ভাড়া থাকতেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ভাড়া বাসার ছাদে কাপড় শুকাতে দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে তার মৃত্যু হয়।গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহাবুব মির্জা তার মৃত্যু বিষয়টি বাংলানিউজকে জানান।স্থানীয়রা জানান,দুপুরে তোতামিয়ার ভাড়া বাসার ছাদে কাপড় শুকাতে দিতে গিয়ে ছাদের উপরে থাকা ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পরে যায় রেশমা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Top