দেড় কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ বরিশালে কোস্টগার্ডের অভিযানে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেড় কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ বরিশালে কোস্টগার্ডের অভিযানে


পাখি আক্তার:বাংলাদেশ কোস্ট গার্ড জম্মলগ্ন থেকে জলোচ্ছ্বাস, ঘূণিঝড়, সুনামি ও দূর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলীয় জনগনকে সার্বিক সহায়তা এবং ত্রাণ ও উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে সর্বমহলে প্রশংশিত হয়েছে। তাই জাতীয় ও অর্থনৈতিক উন্নয়নে কোস্টগার্ডের অবদান অপরিসীম। মানব পাচার রোধ ও মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র পাচার রোধ,অবৈধ রেণুপোনা পাচার, বিশেষ করে ইলিশ রক্ষায় কঠোর ভূমিকা রাখেন বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। তারই ধারাবাহিকতায় একের পর এক সফল অভিযান চালাচ্ছে বরিশাল কোস্টগার্ডের সদস্যরা। ইতিমধ্যে তাদের কার্যক্রমে সুফল পাচ্ছেন সরকার তথা দক্ষিণাঞ্চলবাসী।গত ২৬ আগস্ট সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নদীপথে অভিযান পরিচালনা করেন বরিশাল কোস্টগার্ড। এসময় কীর্তনখোলা নদীর তালতলী নামক স্থান থেকে প্রায় ৭লাখ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেন বরিশাল রসুলপুর কোস্টগার্ড ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার এনামুল হক। জব্দকৃত প্যাকেটজাত নতুন জালের বর্তমান বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা হবে বলে জানা যায়। অবশ্য অভিযান চলাকালীন সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মালবাহী জাহাজের সদস্যরা পালিয়ে যায়। এসময় কাউকেই আটক করতে পারেনি কোস্টগার্ড।

বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিন জোন রসুলপুর ক্যাম্পের ইনর্চাজ এনামুল হক জানান,গোপন সংবাদের ভিত্তিকে সন্ধ্যায় কীর্তনখোলা নদীর তালতলী নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় নতুন প্যাকেটজাত করা প্রায় দেড় ১ কোটি টাকা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এনামুল হক আরো জানান, জব্দ করা অবৈধ জাল সকলের উপস্থিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম,বরিশাল মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস, কোস্টগার্ডের গোয়েন্দা সদস্য সৈকত ইসলাম প্রমূখ।এর আগেও গত ২দিনে প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেন ও প্রায় সাড়ে ৩শ লিটার অবৈধ ডিজেল তেলসহ ৪৯ হাজার টাকা জব্দ করেন কোস্টগার্ড।সূত্রে জানাযায়, কোস্ট গার্ড এ্যাক্ট ১৯৯৪ জাতীয় সংসদে পাশ করার মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড গঠন করা হয় এবং ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারীতে একটি আধা সামরিক বাহিনী হিসাবে বাংলাদেশ কোস্ট গার্ড যাত্রা শুরু করে। প্রতিষ্ঠা লগ্ন হতে বাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশের সমুদ্র সীমানা, তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন নদ নদীতে অত্যন্ত নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও মানব পাচার রোধ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র পাচার রোধ, অবৈধ রেণুপোনা পাচার, বিশেষ করে ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিন জোন রসুলপুর ক্যাম্পের ইনর্চাজ এনামুল হক।

Top