ডেঙ্গু বর্তমানে পুরো বাংলাদেশের একটি আতঙ্ক জনিত রোগের নাম।
পাখি আক্তার:ডেঙ্গু বর্তমানে পুরো বাংলাদেশের একটি আতঙ্ক জনিত রোগের নাম।আবার অনেকে বলছে বর্তমানে ডেঙ্গুর মৌসুম চলছে । চারদিকে ডেঙ্গু-আতঙ্ক ছড়িয়ে পড়ায় জ্বর হোক বা না হোক, অনেকেই হাসপাতালে ছুটছেন পরীক্ষার জন্য। পরীক্ষার ফলাফল পেয়ে কেউ কেউ বিভ্রান্ত হচ্ছেন। কেউ কেউ আবার একাধিক জায়গায় পরীক্ষা করাচ্ছেন।তবে চিকিৎসকরা বলছে, যেকোনো জ্বরই যে ডেঙ্গু তা-ও নয়। ডেঙ্গু হয়েছে ধরে নিয়ে নিজে নিজে পরীক্ষা করাতে গেলে জ্বরের অন্য সাধারণ কারণ, যেমন নিউমোনিয়া, প্রসাবে সংক্রমণ, টাইফয়েড, ফ্লু ইত্যাদি অজানা থেকে যায়। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এ কথা আরও বেশি প্রযোজ্য। পরীক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে রোগীর লক্ষণ, উপসর্গ, শারীরিক পরীক্ষার তথ্য-উপাত্ত।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য সূত্রে জানা যায়, গত ১লা জুলাই থেকে সোমবার (২৬ আগষ্ট) পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ৩ হাজার ৬শত ৩৫ জন। যার মধ্যে সরকারী ভাবে সনাক্ত হয়েছে ৩ হাজার ৫ শত ৬২ জন এবং বেসরকারী ভাবে সনাক্ত হয়েছে ৭২ জন। তথ্য সূত্রে আরও জানা যায়, বরিশাল জেলায় সরকারী ভাবে ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে ৩ শত ৮২ জন এবং বেসরকারী ভাবে ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে ৭২ জন। শুধু মাত্র বরিশাল জেলায় ৭২ জনের বেসরকারী ভাবে ডেঙ্গু ধরা পড়লেও বরিশাল বিভাগের অন্য কোন জেলায় বেসরকারী ভাবে ডেঙ্গু জ্বর ধরা পড়েনি। এদিকে পটুয়াখালী জেলায় সরকারী ভাবে ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে ৪ শত ১জন,ভোলা জেলায় ৩ শত ৫৫ জন,পিরোজপুর জেলায় ৪ শত ১৪ জন, বরগুনা জেলায় ২ শত ৯৮ জন, ঝালকাঠী জেলায় ৭২ জনকে ডেঙ্গু জ্বরে সনাক্ত করা হয়েছে। এছাড়া বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) এ ১ হাজার ৬ শত ৪১ জনকে ডেঙ্গু জ্বরে সনাক্ত করা হয়েছে।
এছাড়া বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২ শত ৬৭ জন। বরিশাল জেলায় ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ শত ৩৭ জন, পটুয়াখালী জেলায় ৩ শত ৫২ জন,ভোলা জেলায় ৩ শত ২১ জন,পিরোজপুর জেলায় ৩ শত ৪৪ জন, বরগুনা জেলায় ২ শত ৩৭ জন, ঝালকাঠী জেলায় ৬৬ জন। এছাড়া বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) থেকে ১ হাজার ৪ শত ৭৪ জন ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।এছাড়া বরিশাল বিভাগে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ শত ৬৪ জন। এর মধ্যে বরিশাল জেলায় ডেঙ্গু জ্বরে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭ জন, পটুয়াখালী জেলায় ৪৯ জন,ভোলা জেলায় ৩৪ জন,পিরোজপুর জেলায় ৭০ জন, বরগুনা জেলায় ২৫ জন, ঝালকাঠী জেলায় ৬ জন। এছাড়া বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) থেকে ১ শত ৬৭ জন ডেঙ্গু জ্বরে চিকিৎসাধীন রয়েছেন ।
এছাড়া তথ্য সূত্রে আরও জানা যায়,বরিশাল বিভাগে ১লা জুলাই এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) এর মারা গেছেন ৬ জন, বরিশাল জেলায় ২ জন, বরগুনা জেলায় ২ জন, পিরোজপুরে ১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।এ সম্পকে জানতে চাইলে বরিশাল জেলার সিভিল সার্জন ডা.মনোয়ার হোসেন জানান,প্রথম প্রথম হালকা জ্বর হলেই অনেক আতঙ্কগ্রস্থ মানুষ হাসপাতালে পরীক্ষার জন্য আসতো। বর্তমানে এটা কিছুটা হলেও কমেছে। আমাদের প্রচার প্রচারনা এ ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে। এছাড়া মানুষ সচেতন হচ্ছে। বর্তমানে ডেঙ্গু রোগীদের আমরা সর্বোচ্চ চিকিৎসা প্রদান করছি। উপজেলা পর্যায়েও আমরা ডেঙ্গুর চিকিৎসা পৌছে দিয়েছি।