এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
পাখি আক্তার: বরিশালে এস এম শফিউল আলম তুহিন নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।অপরদিকে,একই মামলায় দুখু বিশ্বাস নামে অপর একজনকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার(২৭ আগস্ট)বরিশালের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত এসএম শফিউল আলম তুহিন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাহমুদকাঠি এলাকার মৃত শেখ আফতাব উদ্দিনের ছেলে ও দুখু বিশ্বাস যশোর জেলার মন্ডলগাতি এলাকার মৃত ট্যানা বিশ্বাসের ছেলে।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের কাশিপুর চৌমাথা এলাকায় অভিযান চালায় বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স।এসময় ৪৭ বোতল ফেনসিডিলসহ এস এম শফিউল আলম তুহিন ও তার সহযোগী দুখু বিশ্বাসকে আটক করে।এ ঘটনায় ওইদিনই বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।তদন্ত শেষে ১ মাস ১০ দিন পরে একই থানার এসআই আব্দুল হালিম আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন।