মাদকের কারণে আজ সমাজে নানা অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে।
রিক্তা আক্তার মালা:বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন,মাদকের কারণে আজ সমাজে নানা অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। রোববার (২৫ আগস্ট) বিকেলে বরিশালের বাবুগঞ্জে উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা ও বাবুগঞ্জ বাজার কমিটির সভাপতি প্রয়াত মোয়াজ্জেম হোসেনের শোক ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেনন বলেন,সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে কেউ বাধা দিলে তা ঠিকভাবে করা সম্ভব নয়।লুটপাটের বিরুদ্ধে লড়াই করে নেতা-কর্মীদের সামনে এগিয়ে চলার আহ্বান জানান তিনি। রহমতপুর ইউনিয়ননের চেয়ারম্যান সরোয়ার মাহমুদের সভাপতিত্বে ও অধ্যাপক গোলাম হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন মেননের স্ত্রী লুৎফুন্নেসা খান, সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সস্পাদক অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান। উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি টিএম শাহজাহান তালুকদার প্রমুখ।
স্মরণসভার আগে রাশেদ খান মেনন উপজেলার দেহেরগতি ইউনিয়নের, চরসাধুকাঠি, রাকুদিয়া সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ সড়ক, কোদারপুর ইউনিয়নের মোল্লার হাট ও মীরগঞ্জ ফেরিঘাট নদীভাঙন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের নিয়ে পরিদর্শন করেন।