বানারীপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
পাখি আক্তার:বানারীপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় হরিসভা মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো.শাহে আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তার কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রগতিশীল ও অসাম্পদায়িক চেতনায় উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ।
বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি বিবেকানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,পৌরসভার মেযর অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,ওসি খলিলুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ। পরে সংসদ সদস্য শাহে আলমের নেতৃত্বে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পৌর শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।