ডেঙ্গু রোগীর সংখ্যা বরিশালে কমছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু রোগীর সংখ্যা বরিশালে কমছে


পাখি আক্তার:মধ্য জুলাই থেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হওয়া থেকে বর্তমানে রোগীর হার দুই তৃতীয়াংশে নেমেছে। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। আর ৭৫ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। সব মিলিয়ে শুক্রবার (২৩ আগস্ট) ১৪৫ জন রোগী ভর্তি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

এ হাসপাতালে বিভাগের সব জেলা ও উপজেলা থেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।রোগীর স্বজনরা জানান,এখান চিকিৎসাসেবা ভালো।তাদের জন্য আলাদা ইউনিট খোলায় বেশ সুবিধা হচ্ছে।হাসপাতালের সেবিকা নিপা রানী দাস জানান,তারা তাদের সাধ্যমত সেবা দিয়ে রোগীদের সুস্থ করে তুলছেন।

Top