দুই সন্তানের জননী কে হত্যার উদেশ্যে দেশী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বাইজিদ রানা লিটন:বাকেরগঞ্জের উপজেলার পারশিবপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী নুপুর বেগম(২৫)কে হত্যার উদেশ্যে দেশী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে একই গ্রামের আরোবালী দফাদারের ছেলে হত্যা মামলার আসামী শহীদ দফাদার।এদিকে নুপুর বেগমের শশুর হত্যা হয়।সেই মামলার প্রধান আসামী শহীদ দফাদার।জামিনে জেল থেকে বাহির হওয়ার পর বিভিন্ন সময় নুপুর বেগমসহ সপরিবারদের হত্যা করার হুমকি দেয় শহীদ দফাদার।
অন্যদিকে নুপুর বেগমের পরিবার আইনের আশ্রয় নিবে একথা জানারপর হত্যা মামলার আসামী শহীদ দফাদার গতকাল সকাল সাতটার দিকে ধারালো দেশী অস্ত্র নিয়ে নুপুর বেগমের ঘরে ঢুকে এলো পাথাড়ি কুপিয়ে নুপুর বেগমকে হত্যার চেষ্টা করলে তার চিৎকার শুনে লোকজন চলে আসলে শহীদ পালিয়ে যায়।আহত নুপুর বেগমকে বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিসার জন্য ভর্তি করা হয়।আহত নুপুর বেগমের পরিবার জানায় এবিসয় মামলার প্রস্তুতি চলছে।