মির্জাগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুপরিস্থিতি,ছেলেধরা গুজব,মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলকআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলারসুবিদখালী সরকারি রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনেঅনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনপটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
উপজেলানির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্যরাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী,উপজেলাসহকারী কমিশনার(ভূমি) মোঃ মনজুর হোসেন, উপজেলা আওয়ামীলীগেরআহবায়ক মোঃ গাজী আতাহার উদ্দিন আহম্মদ,উপজেলা ভাইস চেয়ারম্যানমোঃ জহিরুল ইসলাম জুয়েল,মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমআরশওকত আনোয়ার ইসলাম, মির্জাগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবাইয়াসমিন লিজা,সুবিদখালী সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃআবদুল জলিল ও ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরোয়ার কিচলু প্রমূখ।সভায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগনসহমুক্তিযোদ্ধা,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।