হানুয়ায় শিশু ধর্ষনের গুঞ্জন - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হানুয়ায় শিশু ধর্ষনের গুঞ্জন


নিজেস্ব প্রতিবেদক:বরিশাল উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের হানুয়া গ্রামে শিশু ধর্ষনের গুঞ্জন উঠেছে ।সোমবার (১২ আগস্ট) দুপুরে পানের বরজে এঘটনা ঘটে । ঘটনার সূত্রে জানাযায় , পবিত্র ইদুল আযাহারের দিন হানুয়া গ্রামের লম্পট শাহিন একই গ্রামের অষ্টম শ্রেনীতে পড়–য়া দিয়া বয়স (১৩) বছর কে শাহিনের পানের বরজে নিয়ে ধর্ষন করে । কিশোরির ডাক চিৎকারে পাশের বাড়ীন শান্ত প্রিয় গ্রহবধু খাদিজা বেগম ও তার জা কে সঙ্গে নিয়ে শাহিনের পানের বরজে গিয়ে শাহিনকে উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যেতে দেখতে পায় । কিছুক্ষন পরে শাহিন খাদিজার বাড়িতে এসে খাদিজার পা ধরে ক্ষমা চায় ।

শাহিন বলে ভাবি আমার ভুল হয়েছে আমি আর জীবনে এরকমের কাজ করবো না আমাকে ক্ষমা করে দেন । যা কিছু দেখেছেন কোন লোকের কাছে বলবেন না । আপনাকে আমি টাকা দিব । এদিকে শাহিন প্রভাব শালি হওয়ায় তার হুমকিতে মুখ খুলতে রাজি নয় কিশোরির বাবা-মা । মান সম্মানের ভয়ে ঘটনা ধামাচাপা দেয় । তবে গ্রামের লোকজন বলছে গুঞ্জন না সত্য ঘটনা,এর ৪ মাস পূর্বে কিশোরি বির্ষ পান ও করে ছিল শাহিনের জন্যই তবে সেই যাত্রায় বেচে যায়।কিশরির বাবা বাবুল ফকির বলছে ভিন্ন কথা তার সন্তানকে পড়াশুনার জন্য মা মারধর করত এজন্যই নাকি বিষ পান করে ছিল দিয়া। অন্য দিকে এলাকার চকিদার , দফাদার ,মেম্বার ,পুলিশ ,সাংবাদিক কেউ যেন না যানে তার জন্য শাহিনের মা লোক মারফত কিশোরির মাকে ৩০ হাজার টাকা দেওয়ার গুঞ্জন উঠেছে । এঘটনা এলাকায় লোকমুখে ছড়িয়ে পড়েছে । আর ধর্ষিতা কিশোরিকে সাংবাদিকদের সাথে কখা বলতে দেওয়া হয় নি । এ ঘটনার ব্যাপারে গুঠিয়া ফাঁিড়র এএসআই মনিরের কাছে জানতে চাইলে বলে ধর্ষনের মত কোন ঘটনা আমার জানা নেই তবে ক্ষতিগ্রস্ত পরিবার কোন অভিযোগ দিলে বিষয়টি আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে ।তবে মান সম্মানের কখা চিন্তা করে আমরা শিশুটির আসল নাম প্রকাশ করলাম না ।

Top