দুর্গাপূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ! নির্বাচন সম্পন্ন
রেদওয়ান শাওন:বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের ৫৭নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। দুর্গাপূর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে অভিভাবক সদস্য/সদস্যা নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১৭ই আগষ্ট শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সকল ভোটারের উপস্থিতিতে সুষ্ঠ ভাবে ভোট গ্রহন হয়। এ সময় ভোট সুষ্ঠভাবে গ্রহনের জন্য দায়িত্বে নিয়োজিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ বন্দর থানার চৌকশ অফিসার এস, আই আনিচুর রহমান, এ, এস, আই মোঃ আতিক, সি,টি,এস,বি মোঃ জাকারিয়া, কনষ্টেবল সজিব, রিয়াজসহ গ্রাম্য পুলিশ। এছাড়াও বরিশাল পূর্বাঞ্চলীয় প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্তিত ছিলেন। র্নির্বাচনে ৭ জন প্রার্থী অংশগ্রহন করেন, এদের মধ্যে পুরুষ অভিবাবক সদস্য ৪ জন এবং মহিলা অভিভাবক সদস্য ৩ জন। দুর্গাপূর ম্যানেজিং কমিটির মোট ভোটার সংখ্যা ৬৫৮ জন।
এই ৬৫৮ ভোটের মধ্যে ভোট কাষ্ট হয়েছে ২৯৪ ভোট, যার মধ্যে ৫টি ভোট বাতিল বলে গন্য হয়েছে। এদিকে পুরুষ অভিভাবক সদস্য নির্বাচিতদের মধ্যে প্রথম হয়েছেন চেয়ার মার্কা প্রতিকের আবুল খায়ের জলিল, তিনি পেয়েছেন ২৮৯ ভোট। মহিলা অভিবাবক সদস্য মোরগ মার্কায় নির্বাচিত হয়েছেন মোসাঃ নাসিমা বেগম যিনি ২৪৭ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হন। পুরুষ দ্বিতীয় সদস্য মোঃ সেলিম হাওলাদার বই মার্কা প্রতিক নিয়ে পেয়েছেন ২৭৯ ভোট। মহিলা অভিবাবক সদস্যদের মধ্যে ২২২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ২জন তারা হলেন তাসলিমা বেগম ও কহিনুর বেগম হেনা।
মহিলা সদস্য ২জনের ফলাফল সমান হওয়ায়, দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারগন লটারি করেন এবং সেই লটারির মাধ্যমে দ্বিতীয় হন গোলাপ ফুল প্রতিকের কহিনুর বেগম হেনা যিনি পেয়েছেন ২২৩ ভোট। দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোঃ মতিউর রহমান বলেন ভোট গ্রহন এবং ফলাফল সুষ্ঠভাবে ঘোষনা করা হয়েছে। অদ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদি হাসান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনা সহ উন্নয়ন কর্মকান্ডে ম্যানেজিং কমিটি গঠন করা একান্ত প্রয়োজন। তাই সরকারি বিধি মোতাবেক নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য যা যা দরকার তা আমরা পালন করেছি এবং নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে।
দায়িত্বে থাকা বন্দর থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ আনিচুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে এবং আমি এই প্রথম দেখলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এতো সুন্দরভাবে নির্বাচন হয়। এবিষয়ে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দুর্গাপূর ওয়ার্ডের মেম্বর মোঃ জাহাঙ্গীর খান বলেন স্কুলের নির্বাচন সুন্দর ও সুষ্ঠ হয়েছে যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা ছিলো, সাংবাদিক ছিলো, এলাকার সাধারন জনতা ছিলো। তিনি নতুন কমিটির নির্বাচিত হওয়া অভিবাবক সদস্যদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন এবং স্কুল ও শিক্ষার্থীদের সার্থে সকলকে সহযোগীতা করার আহব্বান জানান।