ত্রিমুখী সংঘর্ষে আটজন গুরুতর আহত - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিমুখী সংঘর্ষে আটজন গুরুতর আহত


পাখি আক্তার:বরিশালের উজিরপুর উপজেলায় সোনার বাংলা এলাকায় প্রাইভেটকার, থ্রি-হুইলার(মাহেন্দ্র)ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আটজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (১৪ আগস্ট) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়,বরিশাল-ঢাকা মহাসড়কের সোনার বাংলা মোড়ে রাস্তার ওপরে একটি মোটরসাইকেল অতিক্রম করছিল। এসময় বরিশালগামী একটি প্রাইভেটকার ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা দ্রুতগতির থ্রি-হুইলার প্রাইভেটকারের পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুইটি গাড়ির সামনে এবং পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া মাহেন্দ্র যাত্রী ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা এবং পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল।

Top