বরিশালের বাবুগঞ্জে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইমরান (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার
রিক্তা আক্তার মালা:বরিশালের বাবুগঞ্জে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইমরান (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইমরান (২৭) পাংশা গ্রামের বাসিন্দা ও পেশায় মাহিন্দ্রা (থ্রি হুইলার) চালক।
বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এসএম মাহবুব উল আলম জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে এর কারণ জানা যায়নি।