এক ধরণের জঙ্গি গুজব রটনাকারীরাও
আলোকিত বার্তা:অনেক ধরণের গুজব ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। অথচ তিনি ইনশাল্লাহ্ পুরোপুরি সুস্থ। দেশ সম্পর্কে, দেশের প্রধান সম্পর্কে নানা ধরণের গুজব ছড়ানো হচ্ছে। এই গুজব রটনাকারীরাও এক ধরণের জঙ্গি। এরাই ’৭৫-এর ঘাতক, ২১ আগস্টের হামলাকারী, স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি। এরাই জঙ্গিবাদের মদদদাতা। নিজেরাও জঙ্গি।সোমবার (৬ আগস্ট) বনানীর প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সুচিন্তার ‘জাগো তারুণ্য, রুখো জঙ্গিবাদ’ শীর্ষক সেমিনারে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এসব কথা বলেন।তিনি বলেন, জঙ্গিবাদের কোনো অর্থ আমি বুঝি না। বুঝি মানুষ মারার চক্রান্ত ও ষড়যন্ত্র। এরা সাইকোপ্যাথ। ইসলাম শব্দের অর্থ হলো- শান্তি। এখানে কোনো সুযোগ নেই কাউকে হত্যা করার।ধর্মের নামে যারা মানুষ হত্যা করে, তাদের একটাই পরিচয় তারা জঙ্গি, সন্ত্রাসী ও হত্যাকারী।
তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন,বাঙালি জীবনের সবচেয়ে বড় মতবাদ বঙ্গবন্ধুর চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শ। যদি সংবিধানের চারটি মূলনীতিতে কেউ বিশ্বাস করে তার পক্ষে জঙ্গি হওয়া সম্ভব নয়। যদি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, তবে সে দেশপ্রেমিক হবে। কেউ তাকে দেশবিরোধী, আত্মঘাতী, জঙ্গি বানাতে পারবে না। তিনি সকলকে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে আহ্বান জানান।জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয় শিল্পী অরুণা বিশ্বাস বলেন, বাবা মায়েরও দায়িত্ব রয়েছে সন্তান কী করছে, কার সঙ্গে মিশছে এসব দেখা। আমার ছেলের বয়স ২২ বছর। সে সব কিছুই আমার সঙ্গে শেয়ার করে। বাবা-মা-ই সন্তানের সবচেয়ে আপন এটা মনে রাখতে হবে। বাবা-মাকেই সন্তানের সবচেয়ে ভালো বন্ধু হতে হবে। তাহলে সন্তানদের বিপথে যাবার কোনো সুযোগ থাকে না।
গুনী এই অভিনেত্রী আরো বলেন, সন্তানের বেড়ে ওঠার সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমি ভারতেশ্বরী হোমস এ পড়াশোনা করেছি। সেখানে রোজা রেখেছি, বড়দিনের অনুষ্ঠানে গিয়েছি, হামদ-নাথ পাঠ করেছি আর পূঁজোতো নিয়মিত করে আসছি। আমাদের মানুষ হওয়ার শিক্ষা দেয়া হয়েছে। আমি বিশ্বাস করি, আমরা সবাই মানুষ আর এটাই আমাদের বড় পরিচয়।প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী বলেন, শুধু সিজিপিএ ভালো হওয়া কোনো অর্থ বহন করে না। জ্ঞান অর্জন করতে হবে। জানতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। টেকনোলজি এসেছে সময়ের চাহিদায়। কিন্তু সেই টেকনোলজির ইতিবাচক ব্যবহার আমি কতটা করতে পারছি, নিজের প্রয়োজনে, মানুষের কল্যাণে সেটা বিবেচ্য বিষয়। বাংলাদেশ দর্শনে বিশ্বাস করলে জঙ্গিবাদের কোনো সুযোগ নেই।অনুষ্ঠানে সুচিন্তা’র গবেষণা সেলের পক্ষ থেকে আশরাফুল আলম শিক্ষার্থীদের প্রশ্ন উত্তরের মাধ্যমে ইসলাম ধর্মে জঙ্গিবাদ সমর্থন-অসমর্থন বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজ সারাবেলা’র সম্পাদক জব্বার হোসেন।