এডিস মশার বিস্তার রোধে মির্জাগঞ্জে র‌্যালি - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এডিস মশার বিস্তার রোধে মির্জাগঞ্জে র‌্যালি


মোঃ ফারুক খান,মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি।‘পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ করি মশার বিস্তার’ ¯েøাাগননিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ডেঙ্গুপ্রতিরোধে গতকাল মঙ্গলবার সকালে র‌্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতাঅভিযান পরিচালনা করা হয়েছে। মির্জাগঞ্জ থানার অফিসারইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলামের নেতৃত্বেএকটি র‌্যালী বের হয়। এতে ইন্সপেক্টর মো. শাহ আলম, মির্জাগঞ্জপ্রেসক্লাবের সভাপতি মো. আনিসুর রহমান,সহ-সভাপতিমোঃ ফারুক খান,মোঃ সামসুল হক, সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন,যুগ্ন-সম্পাদক মোঃ রফিকুল ইসলামসাদ্দাম,দপ্তর সম্পাদক মোঃ সোহাগ হোসেন,উত্তম গোলদার ওকামরুজ্জামান বাধঁনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এতে অংশনেয়।

র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।পরে থানার চারপাশে মশা নিধনে ফগার মেশিন দিয়ে স্পে করা হয়।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকতআনোয়ার ইসলাম বলেন, এডিস মশার বিস্তার রোধেপরিচ্ছন্নতা অভিযান চলবে। ডেঙ্গু প্রতিরোধে সকলকেসচেতন হওয়ার আহবান জানান তিনি।

Top