শেখ মুজিবুর রহমান কর্নার উদ্বোধন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ মুজিবুর রহমান কর্নার উদ্বোধন


আ:রাজ্জাক হাওলাদার:বরিশাল নগরের রূপাতলীতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্নার উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ আগস্ট) দুপুরে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এ কর্নার উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী জানা সব শিক্ষার্থীর জন্য একান্ত প্রয়োজন।এ কর্নারে স্বাধীনতার ৭ই মার্চের ভাষণ থেকে শুরু করে বঙ্গবন্ধুর কর্মময় জীবন চিত্রসহ নানা বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যদিয়ে স্কুলের শিক্ষার্থীরা এ মহান নেতার সম্পর্কে জানতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে।

Top