চাঁদপুরায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে সন্ত্রাসী হামলার স্বীকার ! ৬ টি আঙ্গুল হারালো যুবক
রেদওয়ান শাওন:বরিশাল সদর উপজেলার চাদঁপুরা ইউনিয়নে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলার স্বীকার হয়েছে মোঃ রাসেল সরদার (২৮) নামে এক যুবক। এতে তিনি গুরুত্বর জখম হয়েছে। তার দুই হাতের ৬টি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। বর্তমানে সে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে।গত শুক্রবার রাত ১০ টার দিকে চাদঁপুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে । রাসেল চরআইচা ৫নং ওয়ার্ডের মন্নাফ সরদারের ছেলে। সে পেশায় কসমেটিকস ব্যবসায়ী। জানা গেছে, রাসেলের সাথে চাঁদপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নজরুল মৃধার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা ৪ থেকে ৫ বছর যাবৎ প্রেমের সম্পর্কের সাথে জড়িত। গত শুক্রবার রাসেলকে রাতে ফোন দিয়ে প্রেমিকা তার বাড়ীতে যেতে বলে। পরে রাসেল রাত ১০টার সময় তাদের বাড়ীর পিছনে যায়। যাওয়ার পরেই মেয়ের ভাই নাঈম ও মেয়ের বাবা নজরুল মৃধা এবং মেয়ের চাচা বাদশা মৃধাসহ সবাই রাসেলকে ধারালো রামদা দিয়ে এলোপাতারী ভাবে কুপিয়ে জখম করে। এতে রাসেলের দুই হাতের মোট ৬ টি আঙ্গুল কেটে আলাদা হয়ে যায়। পরে ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ কালাম মীরকে বিষয়টি জানালে তিনি বন্দর থানা পুলিশকে খবর দেয় পুলিশ এসে রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠান।
আহত রাসেল অভিযোগ করে বলেন- মেয়ের বাবা,ভাইসহ তারা আমাকে হত্যার পরিকল্পনা করেন। আমাকে ডাকাত বলে পুলিশের হাতে দিতে চেয়েছিলো তখন মেয়ে পুলিশকে বলে আমি রাসেলকে আসতে বলছি এবং আমার কাছে ফোন রেকর্ড আছে। শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়,তার বাম হাতটি কেটে ফেলে দেয়ার সম্ভাবনা বেশি এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো দরকার। তবে ঢাকায় রেফার করলেও টাকার অভাবে চিকিৎসার জন্য ঢাকায় যেতে পারছেন না রাছেল। রাসেলকে নির্মমভাবে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রাছেলের পরিবার ও এলাকাবাসী। বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তফা কামাল হায়দার বলেন এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।