খুন হন পিকআপ চালক উজ্জল ‘চুরির ঘটনা ফাঁস করায়’
পাখি আক্তার:পাওনা তিনশ টাকা না পেয়ে চুরির খবর ঠিকাদারকে জানিয়ে দেওয়ায় খুন হন পিকআপ চালক মো. উজ্জল (২১)।
যার মরদেহ গত ২ আগস্ট (শুক্রবার) বরিশাল নগরের কাশিপুরে নির্মাণাধীন ট্রাক স্ট্যান্ড এলাকার কাঁশবনের ভেতরে বালুচাপ অবস্থায় উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ। মরদেহ উদ্ধারের পরপরই পুলিশ অভিযানে নেমে ৪৮ ঘণ্টার মধ্যে উজ্জল হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্তসহ তিন জনকে গ্রেফতার করে।গ্রেফতাররা হলেন- নির্মাণাধীন ট্রাক স্ট্যান্ডের সাব কন্ডাক্টর ও উজ্জল হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি এলাকার জালাল হাওলাদারের ছেলে সোহাগ, তার দুই সহযোগী মিনি ট্রাকের হেলপার ও বরিশালের মেহেন্দিগঞ্জের কাজীরহাট এলাকার আনোয়রের ছেলে রমজান এবং নির্মাণ শ্রমিক মাদারীপুরের কালকিনি এলাকার ইদ্রিস ফকিরের ছেলে রবিউল।
রোববার (০৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের পঞ্চমতলার সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মো. শাহাব উদ্দীন খান জানান, গত ১ আগস্ট (বৃহস্পতিবার) রাত থেকে নিখোঁজ হন খুন হওয়া পিকআপ চালক উজ্জল। এরপর স্বজনরা তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে ২ আগস্ট সন্ধ্যায় নিহতের মা পারভীন বেগম নগরের কাশিপুরে নির্মাণাধীন ট্রাক স্ট্যান্ড এলাকার কাঁশবনের ভেতরে উজ্জলের একপাটি জুতা দেখতে পেয়ে মেট্রোপলিটনের বিমানবন্দর থানা পুলিশকে অবহিত করে।