কালোবাজারি-ভাড়া নৈরাজ্য ঠেকাতে ৩ স্তরে নজরদারি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কালোবাজারি-ভাড়া নৈরাজ্য ঠেকাতে ৩ স্তরে নজরদারি


আলোকিত বার্তা:ঈদ উপলক্ষে ২৬ জুলাই শুক্রবার থেকে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। এছাড়া ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণার পর ভাড়া নৈরাজ্য ও টিকিট কালোবাজারি নিয়ে ঈদযাত্রীদের কপালে চিন্তার ভাঁজ।সাধারণত এই দুই কারণে ঈদের আনন্দযাত্রা অনেক সময় বিষাদে পরিণত হয়। বিষয়টি মাথায় নিয়ে নড়েচড়ে বসেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৩ স্তরের নজরদারির পরিকল্পনা করা হয়েছে।এ লক্ষ্যে অধিদফতরের পক্ষ থেকে ৯ সদস্যের তদারকি সেল গঠন করা হয়েছে। তাদের সঙ্গে থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। কোনো অনিয়ম পেলেই দায়ীদের বিরুদ্ধে ভোক্তা আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।কথা হয় অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সঙ্গে। তিনি আলোকিত বার্তাকে বলেন,টিকিট কালোবাজারি ও বাড়তি ভাড়া আদায় ঠেকাতে অগ্রিম টিকিট বিক্রির দিন থেকে ঈদের পরের ৭ দিন পর্যন্ত আমরা মনিটরিং করব। আমরা যাত্রীদের জিম্মিদশা থেকে উদ্ধার করতে চাই। অধিদফতর থেকে ৯ সদস্যের তদারকি সেল করা হয়েছে। তাতে আমিও রয়েছি। অন্য সদস্যরা হলেন- অধিদফতরের সহকারী পরিচালক আতিয়া সুলতানা, মাসুম আরিফিন, আফরোজা রহমান, আবদুল জব্বার মণ্ডল, ইন্দ্রানী রায়, তাহমিনা আক্তার, রজবি নাহার রজনী ও মাগফুর রহমান। সেলের সদস্যরা বাস, নৌ ও ট্রেনের টিকিট বিক্রির স্থানগুলোতে তদারকি চালাবেন। সক্রিয় থাকবেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ভুক্তভোগীরাও প্রমাণসহ অভিযোগ দিতে পারবেন। যে কোনো ধরনের নৈরাজ্যের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ধারায় এক বছরের দণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেয়া যাবে। এছাড়া বড় অপরাধের জন্য ৩ বছরের দণ্ড বা ২ লাখ টাকা জরিমানা বা উভয়দণ্ডের বিধান রয়েছে।

তিনি আরও বলেন,শুক্রবার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু প্রথম দিন সাপ্তাহিক ছুটি থাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়নি। তবে অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে পরবর্তিতে সাপ্তাহিক ছুটির দিনও তদারকি চলবে। এ সময় কোনো অনিয়ম পেলে কঠোর শাস্তির আওতায় আনা হবে।কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান গোলাম রহমান আলোকিত বার্তাকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এ উদ্যোগ প্রশংসনীয়। তদারকি সুষ্ঠুভাবে করা গেলে জনজীবনে স্বস্তি ফিরে আসবে। মানুষের ভোগান্তি কমবে।

কথা হয় বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষের সঙ্গে। তিনি আলোকিত বার্তাকে বলেন, ভোক্তা অধিদফতরের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরাও চাই যাত্রীরা যেন প্রতারিত ও হয়রানির শিকার না হন। বরাবরের মতো এবারও সরকার নির্ধারিত দামেই টিকিট বিক্রি হবে। কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে সেজন্য বাস কোম্পানিগুলোকে ভাড়ার তালিকা টাঙাতে বলা হয়েছে। বেশি ভাড়া নেয়ার প্রমাণ পেলে সংগঠনের পক্ষ থেকেও ব্যবস্থা নেয়া হবে।সূত্র জানায়, গত বছর ঈদুল ফিতর ঘিরে রাজধানীর শ্যামলী বাসস্ট্যান্ডে প্রাথমিকভাবে এ রকম অভিযান চালানো হয়েছিল। একাধিক পরিবহনকে জরিমানাও করা হয়েছিল।অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল আলোকিত বার্তাকে বলেন,ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহন স্টেশনে বিশেষ অভিযান চালানো হবে। গত বছরের মতো এ বছর ঈদেও অভিযান চালানো হয়।

Top