কাশিপুর গার্লস কলেজ’র ছাত্রীকে ব্লাকমেইল করে যৌন নির্যাতন \ থানায় মামলা - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কাশিপুর গার্লস কলেজ’র ছাত্রীকে ব্লাকমেইল করে যৌন নির্যাতন \ থানায় মামলা


বরিশার প্রতিনিধি:বরিশাল নগরীর কাশিপুর গার্লস কলেজের সুমাইয়া আক্তার রুমি নামের এক ছাত্রীকে দীর্ঘ আড়াই বছরযাবৎ ব্লাকমেইল করে যৌন নির্যাতন করে আসছে কাশিপুরতিলক কলাডেমা এলাকার সুবির ভদ্র নামে এক বখাটে যুবক।মেয়েটি মুসলমান ও ছেলেটি হিন্দু সম্প্রদায়ের হওয়ায়কাশিপুর এলাকায় বিষয়টি বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। এঘটনায় ভূক্তভোগি সুমাইয়ার মা নিলুফা ইয়াসমিন শুক্রবার রাতেএয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিবরনেজানা যায়,আসামি সুবির কৌশলে মেয়েটির ছবি তুলে কু-প্রস্তাব দিয়ে আসছিল।

ভয়-ভীতির এক পর্যায়ে ওই মেয়েটিকেবিভিন্ন সময়ে যৌনতায় বাধ্য করে। বিষয়টি না জানানোরজন্য আসামি সুবির তার লোকজন মেয়েটিকে হত্যার হুমকিদেয়। পরক্ষণে ৩০নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লার সহায়তানিয়ে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। মামলা দায়েরেররাতে অভিযান চালিয়ে পুলিশ আসামিকে আটক করতে নাপারলেও বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার করে। যার ভিতরেমেয়েটিকে বøাকমেইল করার বিভিন্ন অশ্লীল ভিডিও রয়েছে। এব্যাপারে আসামি সুবিরের বাবা খোকন ভদ্র জানান,তারছেলেকে সাশন করার পরেও কথা শোনেনি । তাই আজ ঘটনাটিঅনেক বড় পর্যায়ে গেছে। মামলার বাদী নিলুফা ইয়াসমিনজানান,থানায় মামলা করারর কারনে আমার মেয়েকে এবং আমাকেখুন করার হুমকি দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই। নুসরাতেরমতো আর কোন ঘঁনার জন্ম না নিক সেটাই আমার কাম্য বলেজানান,ভুক্তভোগির মা নিলুফা। এ বিষয়ে ৩০ নং ওয়ার্ডকাউন্সিলর কালাম মোল্লা জানান,আমার ওয়ার্ডে এ ধরনের বøাকমেইল কারিকে কোন স্থান দিবো না।নির্যাতিত নারির পক্ষেথেকে আইনের মাধ্যমে আমি কাউন্সিলর হিসেবে এর কঠোরবিচার চাচ্ছি।

Top