মির্জাগঞ্জে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরূদ্ধে সংবাদ সম্মেলন
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারমোঃ ওয়াজেদ আলী মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেনযুদ্ধকালীন কমান্ডার মোঃ আলতাফ হায়দার। গতকাল বৃহস্পতিবারদুপুরে তাঁর বাড়িতে ওয়াজেদ আলী প্রকৃত মুক্তিযোদ্ধা নয় দাবীকরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কমান্ডার আলতাফহায়দার বয়োজেষ্ঠ্য হওয়ায় তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেকমুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আজিজ মল্লিক। এ সময়ে সংবাদসম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারমোঃ আবদুল আজিজ মল্লিক,মোঃ রমজান আলী কমান্ডার,ডেপুটিকমান্ডার মোঃ আবদুল আজিজ মৃধাসহ ১২জন মুক্তিযোদ্ধা। সংবাদসম্মেলনে বলেন,যুদ্ধকালীন সময়ে মির্জাগঞ্জ থানা শান্তিকমিটির সভাপতি মোঃ আজাহার উদ্দীন খান সাহেবের ব্যাক্তিগতসহকারি ছিলেন ওয়াজেদ আলী মিয়া।
স্বাধীনতা পরবর্তী সময়েআমার ব্রেন স্টোকসহ অনেক জটিল রোগে আক্রান্ত হই এ সময়েওয়াজেদ আলী আমার কাছ থেকে সুকৌশলে বিভিন্ন কাগজপত্রেস্বাক্ষর নিয়ে কোন স্থানে যুদ্ধ না করেই ভূয়া কাগজপত্র তৈরি করেমুক্তিযোদ্ধা সেজেছেন। আমি স্বজ্ঞানে কোন কাগজ পত্রে স্বাক্ষরকরিনি।সংবাদ সম্মেলনে উপস্থিত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃআজিজ মল্লিক বলেন, ওয়াজেদ একজন ভূয়া মুক্তিযোদ্ধা। সে কোনস্থানে যুদ্ধ করেছেন তার কোন প্রমান দেখাতে পারবে না। সাবেকমুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রমজান আলী সিকদার বলেন, যুদ্ধের সময়েশান্তি কমিটিতে ছিলেন। সে কি করে মুক্তিযোদ্ধা হয়।এ ব্যাপারে অভিযুক্ত ওয়াজেদ আলী মিয়া বলেন, আমি প্রকৃতমুক্তিযোদ্ধা। এ ব্যাপারে আমার কাছে সকল কাগজপত্র রয়েছে।মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সামনে রেখে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য আমার বিরূদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটিমহল