২০৭ পিস ইয়াবায় ৭ বছর কারাদণ্ড জরিমানা ৭ হাজার
নিজস্ব প্রতিবেদক ঃ নিজ হেফাজতে ইয়াবা রাখার অপরাধে নগরীর এক মাদক ব্যবসায়িকে ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ৭ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। ১৬ জুলাই মঙ্গলবার এ দন্ড দেন বরিশালের জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহম্মেদ । রায় ঘোষনার সময় আসামি রিপন খান আদালতে উপস্থিত ছিলো। সে নগরীর ইন্দ্রকাঠি এলাকার মৃত শাহজাহান খানের ছেলে।
আালত সুত্র জানায়, ২০১৬ সালের ২৭ জুন নগরীর সি এন্ড বি রোডস্থ ফরাজি ওয়ার্কসপের সামনে থেকে রিপনকে আটক করে র্যাব সদস্যরা । এ সময় তার কাছে থেকে ২০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই র্যাব ৮ এর ডিএডি মামুনুর রশীদ খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা করে। একই বছরের ৩১ জুলাই থানার এস আই হেলালুজ্জামান আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেন। মামলায় ১২ জনের মধ্যে ৮ জনের সাক্ষ্য নিয়ে অপরাধ প্রমাণ পেয়ে আদালত দুই ধারায় ওই দন্ড দেন।রায় শেষে সাজাভোগে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে আদালত সূত্র জানায়।