প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিদ্যুৎ সরবরাহ বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজারের বিরুদ্ধে ২ মামলা
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিদ্যুৎ সরবরাহ বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজারআতিকুল ইসলামের বিরুদ্ধে দুইটি চেক প্রতারণা মামলা দায়ের হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রামানিক বিচারাধীন আদালতে মামলা দুটি দায়ের হয়।আতিকুল ইসলাম ওরফে এস এম আতিকুল ইসলামের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ এলাকার বাসিন্দা হুমায়ুন কবির ।
অভিযোগে তিনি বলেন, নগদ টাকার প্রয়োজনে শোধ করার শর্তে আতিকুল সাড়ে ৩ লাখ টাকা ধার নেয়।তার কাছে টাকা ফেরত চাইলে সে গতবছর ৩০ অক্টোবর তিনলাখ টাকার একটি চেক এবং ২০ নভেম্বর বাকি ৫০ হাজার টাকার চেক দেয়।চেক নগদায়নের জন্য ব্যাংকে জমা দেয়া হলে তার হিসেব শাখায় পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় চেক দুটি প্রত্যাখ্যাত হয়। গত ২০ মে পৃথক দুটি লিগ্যাল নোটিশ দিয়ে টাকা ফেরত চাইলেও তিনি ধার শোধ করেনি ।এভাবে দুইটি চেকে দুই মামলা দায়ের হলে আতিকুলকে আদালতে হাজির হতে তার বিরুদ্ধে সমন জারি করেন বলে আদালত সূত্র জানায়।