নড়াইলে আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত ব্যারাকের উদ্বোধন
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: নড়াইলের মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত ৩টি ব্যারাকের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা এলাকার মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের নব নির্মিত ব্যারাকের উদ্বোধন করেন প্রধান
অতিথি খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নড়াইলের উপজেলাপ্রশাসনের অর্থায়নে ৪২ লক্ষ ১৯ হাজার টাকা ব্যয়ে ৩টি ব্যারাকে মোট ৩০ টি ঘর নির্মাণ করা হবে। জেলা প্রশাসক আনজুমানআরার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, লোহাগড়া উপজেলা নির্বাহী মুকুল কুমার মৈত্র,নড়াইলের লোহাগড়ার সহকারিকমিশনার (ভ‚মি) আরফাত হোসেন, উপজেলা কর্মকর্তাগণ, সাংবাদিক, জন প্রতিনিধি, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা এ সময়উপস্থিত ছিলেন।