মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ কাদের আকন (৭৫) নামে একবৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকেলে উপজেলারমির্জাগঞ্জ গ্রামে। জানা গেছে, উপজেলার মির্জাগঞ্জ গ্রামের নিজ বাড়ীসংলগ্ন পুকুরের পাশে বৃদ্ধা কাদের আকন রবিবার ঝড়ে বিধ্বস্ত একটি কলাগাছকাটতে গেলে গাছের সাথে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মারাত্মক আহত হন।
পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মির্জাগঞ্জউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনাকরেন।এব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ শাহ আলমজানান,নিহতের পরিবারের সাথে কথা বলে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনামোতাবেক পদক্ষেপ নেয়া হবে।