নব্বই বছর এর মহিলা কে প্রান নাশের হুমকি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নব্বই বছর এর মহিলা কে প্রান নাশের হুমকি


স্টাফ রিপোর্টার:ঝালকাঠির এক নং গাবা ইউনিয়নের দশ কাউনিয়া গ্রামের মোতাহার আলীর বসত ঘর নির্মানে বাধাঁ ও হুমকি। মোনটু ওজাকির বহিনীর কাছে অসহায় হয়ে পরেছে নব্বই মহিলা কে মোতাহার আলী তথ্য সুএে জানাজায় মোতাহারআলীর নিজ জমিতে ঘর নির্মান করতেগেলে বিভিন্ন অজুহাতে বহিরাগত সন্তাসিনিয়ে একই গামের সমেদ হাওলাদারের ছেলে মোন্টু মোস্তফা ধলু কোরনীর ছেলে জাকির ও হাসেন মোল্লর ছেলে আবুয়াল মোল্লা সহ দশ বারোজন সন্তাসী মোতাহারআলীর বসত ঘর নির্মাণে বাধা দেয় এবং রাতের আধারে নিমানা ধিন ঘরের দেয়াল ভেংগে ইটওসিমেন্ট লুটকরেনিয়েজায়

এব্যাপারে গাবা ইউনিয়নের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেওয়াতে মোস্তফা মনটু জাকির আবুওয়াল মোল্লা মোতাহার আলীর পরিবারকে প্রান নাশের হুমকিদিচ্ছে বলে মোতাহার আলীর ছেলেরা জানান।

Top